দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র হল সিঙ্গাপুর। এই দেশের বর্তমান আয়তন ৭২৫ বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর শব্দটির উৎপত্তি মালেয়শিয়ান শব্দ “সিঙ্গাপুরা” থেকে।
শুধুমাত্র প্রকৃতি প্রেমীদের জন্যই না বরং সিঙ্গাপুর বেড়াতে যাওয়া সবার জন্যই সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন অবশ্যই ঘুরে দেখার মতন একটি জায়গা।